গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় শক্তি ইঞ্জিনিয়ারিং কোম্পানির সামনে মিরের বাজার তুরাগ পাম্পের পাশে নিজের তত্বাবধানে তৈরি করা মদনপুর-ভোগরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার অংশে ০১ মে বুধবার সকালে ৯টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান নিহতের তথ্য নিশ্চিত করেন।
নিহত মোটরসাইকেল চালক ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাদাত হোসেন মুন্না(২৭) তিনি গাজীপুর টু গাউছিয়া হাইওয়ে সড়কের উন্নয়ন প্রজেক্টের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শাহাদাত হোসেন মোটরসাইকেলে গাজীপুরে যাওয়ার পথে বিপরীতগামী আসা মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের চাকায় চাপা পড়েন তিনি। এতে শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান আরও বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আহত হলে হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Devoloped By WOOHOSTBD