স্টাফ রিপোর্টারঃ-
সোমবার (১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি.) এএসআই(নি.)/মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ১। মোঃ খাইরুল, পিতা মোঃ গফুর শেখ, মাতা-মোসাঃ খোদেজা খাতুন, সাং-খোদ্দসাধুয়া , ডাকঘর- বরইচাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে এবং এএসআই(নি.)/মোঃ দেলোয়ার হোসেন-২ সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ওয়ারেন্টভূক্ত আসামী ২। মোঃ ওমর আলী, পিতা মৃত সোবাহান মোল্লা, সাং-সাতপাখিয়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেছেন। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।
Devoloped By WOOHOSTBD