আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং কোটালীপাড়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন – উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, অফিস সহকারী আবুল কাশেম মিয়া সহ আরো অনেকে।
Devoloped By WOOHOSTBD