আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দয়াল হালদার আদর্শ বিদ্যাপিঠ এর এস.এস.সি পরিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার শুয়াগ্রাম নারায়ণখানায় রণজিৎ রায় ট্রাস্ট এর সহযোগিতায় কোটালীপাড়া দয়াল হালদার আদর্শ বিদ্যাপিঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি এর উপ – পরিচালক মোঃ এনামুল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এস.এস.সি পরিক্ষার্থীদের মাঝে এসব আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় রণজিৎ রায় ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান বকুল রানী রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, ট্রাস্ট বোর্ডের সদস্য শ্রীমতি দয়ারানী হালদার, শ্রীমতি শান্তিলতা বাড়ৈ, রতন রায়, মানিক লাল রায়, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়াল বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন খান, সহকারী প্রধান শিক্ষক মলয় কৃষ্ণ রায় বল্লভ, সমাজসেবক নিত্যানন্দ হালদার সহ আরো অনেকে।।
৩১.১২.২২ ইং
Devoloped By WOOHOSTBD