কুয়েত ঐতিহ্যবাহী স্বনামধন্য হজ্জ্ব কাফেলার আব্বাসিয়াস্হ নতুন অফিসে গতকাল
৬ ফেব্রুয়ারী,মঙ্গলবার বিকালে আব্বাসিয়া লুলু মার্কেটস্থ প্রথম তালায় সাফা মারওয়া হজ্জ কাফেলা পরিদর্শন ও শুভেচ্ছা কুশল বিনিময় করতে আসেন কুয়েত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন খোকন, কুয়েত মিরসসরাই সমিতির সভাপতি বিশিষ্ট সংগঠক মোঃ কামাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শায়েখ ইসমাইল হোসেন, কুয়েত আওয়ামী যুব লীগের সেক্রেটারি তৌহিদুল আলম চৌধুরী, সাংবাদিক বিলাল উদ্দিন, ব্যবসায়ী আবদুর রহমান প্রমুখ । এসময়
প্রতিনিধি দল কে স্বাগত জানান, সাফা মারওয়া হজ্জ কাফেলার চেয়ারম্যান আরিফ মাহমুদ, এমডি মুহাম্মদ গোলাম সারোয়ার সিরাজী ।
এ উপলক্ষে এক শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয় । সভায় সদ্য ওমরাহ সফর শেষে আগত নাসির উদ্দিন খোকন বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ প্রদান সাফা মারওয়া কাফেলার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এ দিকে হজ্জ ও ওমরাহ পালনে প্রবাসী বাংলাদেশীদের সাথে মনোমুগ্ধকর আচার আচরণের ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা। তাদের হজ্জ কাফেলার প্রচার ও প্রসারে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন। এ দিকে, বিশিষ্ট সংগঠক সমাজসেবক মোঃ কামাল হোসেন বলেন,এ হজ্জ কাফেলা তার স্বনাম ধরে রাখবে আগামীতে আরো এগিয়ে যাবে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে সে প্রত্যাশা করেন।
Devoloped By WOOHOSTBD