• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৪ টি নৌকাসহ গ্রেফতার-১ ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে জামায়াতের বিশাল জনসভা ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ দৌলতপুরে আধিপত্য বিস্তারে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ বিএনপি নেতা, মন্টি সরকারের বিরুদ্ধে। ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভা সংষ্কার এর নামে অরাজকতা সৃষ্টি কারীদের কে আইনের আওতায় আনার জোর দাবী — ডাঃ কামরুল ইসলাম মনা গরিব দুঃখী ও মেহনতী মানুষের ভালোবাসার আরেক নাম ডক্টর: কামরুল ইসলাম মনা আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস — ডাঃ কামরুল ইসলাম মনা

কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ৯১ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় দৌলতপুর সংবাদ সংগ্রহে গিয়ে সংবাদকর্মী শরীফ বিশ্বাস, এসআই সুমন ও বিদ্যুৎ খন্দকারের ওপর ভয়াবহ হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ১১টা দৌলতপুর থানার সামনে দু’ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন জেলা-উপজেলার সাংবাদিকেরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ। কুষ্টিয়া ও দৌলতপুরে হামলা-মামলার শিকার সকল সাংবাদিকের পক্ষে সুবিচার চেয়ে দাবি তোলা হয় মানববন্ধনে।

এতে অংশ নেয় দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা। এসময় মানববন্ধনে প্রতিবাদ বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন,পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি,সাংবাদিকদের ওপর হামলায় যারা জড়িত দ্রুত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।

বক্তৃতারা আরও বলেন, আসামিদের প্রত্যেককে গ্রেফতারের পাশাপাশি মুক্তিযোদ্ধা সনদের বেআইনি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ, হামলায় হুকুমদাতা কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিচার, অবৈধ চাকরি থেকে বরখাস্ত, যারা মুক্তিযোদ্ধার সন্তান তথ্য দিয়ে কর্মকর্তার নিয়োগের সময় তদন্ত রিপোর্ট দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত, সাংবাদিকদের ওপর হামলা পরবর্তী সময়ে যারা দায়িত্বে থেকে অসহযোগিতা করেছে, তাদেরও প্রশ্নের মুখোমুখি করা হোক।

দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি সভাপতি আব্দুল আলীম সাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি সাঈদুল আনাম। আরও বক্তব্য রাখেন,দৌলতপুর প্রেসক্লাবের অন্যতম সংগঠক আহাদ আলী নয়ন এবং শাহীন রেজা প্রমুখ। জড়ো হয় দৌলতপুরের জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকেরা।
মানববন্ধনে সঞ্চালনা করেন দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়।

প্রসঙ্গত,বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে কামাল হোসেন নামে এক ব্যক্তি নিজের বাবার নাম গোপন করে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসনের উচ্চপর্যায়ে চাকরি করছেন এমন অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গেলে হামলার শিকার হন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক কালবেলার প্রতিবেদক, সাংবাদিক সংগঠক শরীফ বিশ্বাস, ক্যামেরা পার্সন এসআই সুমন এবং দৈনিক বাংলাদেশ সমাচারের কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার বিদ্যুৎ। এঘটনায় জেলাজুড়ে নানা আন্দোলন কর্মসূচি করছে সাংবাদিকেরা।
এঘটনায় ওইদিন রাতেই দৌলতপুর থানায় শরীফ বিশ্বাস বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD