সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৫টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলাধীন হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সামনে চেক পোস্ট করা কালীন হ্নীলা টেকনাফ মুখী একটি মিনি টমটমকে থামার সংকেত দিলে সংকেত অমাান্য করে টমটম রাস্তার পাশে ফেলে চালক দৌড়ে পালিয়ে যায়। ঐসময় উপস্থিত স্বাক্ষিদের মোকাবেলায় উক্ত মিনি টমটম তল্লাশি করে চালক এর সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় কালো রংয়ের স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট চারটিতে প্রতিটিতে ৫টি করে মোট ২০টি নীল রংয়ের বায়ু রোধক পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত পলি ব্যাগসমূহ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনের কাজে ব্যবহৃত মিনি টমটমটি স্বাক্ষিদের উপস্থিতিতে জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। চালক পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামির নাম ঠিকানা সংগ্রহ করা হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত পলাতক আসামীর নাম নয়ন (২১), পিতা- মোঃ বেলাল, সাং- উলুচামরী, ওয়ার্ড নং- ০৬, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে জানা যায়। জব্ধকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০০০×৩০০ =১২০০০০০/- (বার লক্ষ) টাকা। এ ব্যাপারে কক্সবাজার জেলার টেকনাফ থানায় নয়নকে পলাতক আসামি দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD