হালচাল নিউজ ডেস্ক –
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী এক বিবৃতিতে কুষ্টিয়া ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া ১ আসনে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া ৪ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কে পূণরায় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত সব ক’টি আসনে নৌকা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ অতীতের মত আবারও প্রমান করবে কুষ্টিয়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, কুষ্টিয়ার হানিফ ভাই, হানিফ ভাইয়ের কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ তা এই মনোনয়নের মাধ্যমে আবারও প্রমান হলো। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে একদিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ যেমন ঐক্যবদ্ধ হয়েছে একইভাবে এক সময়ের উন্নয়ন বঞ্চিত কুষ্টিয়া উন্নয়নের নগরীতে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডাকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। রয়েছে উন্নয়ন অগ্রযাত্রায় সারথীর ভূমিকা পালনেরও। কুষ্টিয়া যে মুলস্রোত থেকে ছিটকে পড়েনি, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশার বাইরে যায়নি এই মনোনয়ন সেটিই প্রমান করে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী আরও বলেন, বিএনপি জামায়াতের তথাকথিত হরতাল অবরোধকে পদদলিত করে সকল ভোটার উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবে সেই প্রত্যাশা করি এবং সেই পরিবেশ, প্রতিবেশ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ করবে। কুষ্টিয়ার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে দেশ বিরোধীদের কুষ্টিয়ার মাটি থেকে বিতাড়িত করা হবে।
নেতৃবৃন্দ পূণরায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত হওয়ায় কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া ৪ কুমারখালী- খোকসা আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তা প্রেরক
রাশেদুল ইসলাম বিপ্লব
তথ্য ও গবেষণা সম্পাদক
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ।
০১৭১১২৪৪৯৪৮
Devoloped By WOOHOSTBD