ভেড়ামারা প্রতিনিধি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উৎসব মুখর মানুষ উপজেলা পরিষদের ভোট নিয়ে আলোচনা শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। নৌকা প্রতীকে প্রার্থী দিলেও নেতাকর্মীরা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন, এ বিষয়ে দলের ভেতরে আলাপ-আলোচনা চলছে বলে একাধিক সূত্র দৈনিক হালচাল নিউজ কে নিশ্চিত করেছে।
ইতিমধ্যে দেশজুড়ে অনেকেই প্রার্থীতা হতে চান বলে জানিয়েছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
দৈনিক হালচাল নিউজ প্রতিনিধির সাথে মতবিনিময় কালে তিনি আমাদের কে এই কথা জানান।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মধ্যে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে।’
Devoloped By WOOHOSTBD