হালচাল নিউজ ডেস্ক –
কথায় বলে “না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ কদর করেনা ” বলেই আপনি যাকেই বেশী ভালবাসবেন সেই আপনাকে আঘাত করবে কারণ আপনি তাকে ছাড়া মরুভূমি কিন্তু সে তো মরুভূমি না তাই তারা আপনার কদর বুঝবেনা। আপনার অভিমান আপনার কষ্ট আপনার চোখের জল দেখার পরও তার মনে দাগ কাটবেনা। সারাদিন আপনি শত ব্যস্ততার মধ্যে ও তার সাথে কথা বলার জন্য পাগল হবেন কিন্তু তার এসব নিয়ে মাথাব্যথা নেই বলে আপনার অভিমান দেখে অভিমান না ভাঙ্গিয়ে বরং বলবে তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো, শুভরাত্রি।
তার ব্যবহারে কষ্ট না পেয়ে বরং মেনে নিন তার ব্যবহার কে। মনে রাখবেন আপনি তাকে ছাড়া অঙ্গহানী কিন্ত সে তো অঙ্গহানী নয়! তাই কষ্ট না পেয়ে হয় তার জীবন থেকে সরে আসুন, নয়তো তার সব মেনে মুখ বুজে সহ্য করুন। মনে রাখবেন আপনার হৃদয়ের রক্ত ক্ষরণ তার মনে দাগ কাটে না বলেই সে আপনাকে আঘাত করে। আপনার কেউ না থাকলেও হয়ত তার কেউ আছে! তাই মানুষ কে চিনতে শিখুন! চোখের জল কে মুছে ফেলুন এবং যে আপনাকে অবহেলা করবে পাত্তা দিবেনা তাদের কে এড়িয়ে চলুন। যে আপনার কষ্টে কষ্ট পায়, সারাক্ষণ যার হৃদয়ে আপনার বসবাস, আপনি যার আকাশে তার পৃথিবী তাঁকেই মনপ্রাণ উজার করে ভালবাসুন এবং যে আপনাকে কষ্ট দেয়, আপনার চোখের জল দেখেও যার মন কাঁদে না, আপনার অনুপস্থিতিতে শূন্যস্হান পূরণ করতে কুণ্ঠাবোধ করে না তাদের জন্য আপনি যায় করুন না কেন সে জল না ঢেলে গুড়া ছিটাবে এটাই বাস্তবতা।
Devoloped By WOOHOSTBD