—ডঃ কামরুল ইসলাম মনা
তানহার আম্মু, কেমন আছ? সামাজিক প্রশ্ন নইলে করতাম না। সময়ে অসময়ে বড্ড মনে পড়ে তোমার কথা। তোমাদের আজকের এই শুভদিনে শুভ কামনা রইল। আমার জীবনের চেয়েও বেশী ভালবাসি বলেই সারাক্ষণ সিসি ক্যামেরা করে রাখতাম। তারপর ও কি করে পারলে এতবড় ভুল করতে? তোমার সকল ভুল কে, ছেলে মানুষী কে ভালবেসে বুকে আগলে রাখতে চেয়েছি,,,,ইসলামের মহীয়সী নারী রুপে পৃথিবীর সেরা সম্পদে পরিণত করতে চেয়েছি এটাই কি আমার অপরাধ?
কেউ কথা রাখেনি,,,? সবাই ভালো। সব দোষ আমার। আমি লোভী, লম্পট,প্রতারক,,,।আমার মত পাপী এ জগতে আর নেই। তাইতো আজোও সকলেই ভালবাসার পরিবর্তে ঘৃণা করে।
আমার প্রিয়া আমায় বলেছিল দুঃখ করোনা,ওদের কথায় কান দিবেনা।আমার জন্য তোমাকে বাঁচতে হবে,,,? তুমি কোথাও যাবেনা।ঠিকানা ও চেন্জ করবে না।আমি যেখানেই থাকি, তোমারই থাকবো,,,,।আমার বাকী জীবনটুকু তোমারই থাকলো,,,এরুপ কত কথা।আমাকে ভুলোনা, আমি ডাকলেই আসবে,,,,। প্রিয়ার কথা মত সবার দেয়া লাঞ্ছনা,
গঞ্জনা কে উপেক্ষা করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম।কতদিন কতরাত গেলো প্রিয়ার কোন খবর নেই। শুনেছি প্রিয়া খুব সুখেই আছে। আমার প্রিয়াকে আমি আমার জীবনের চেয়েও বেশী ভালবাসি। প্রিয়ার সুখই তো আমার সুখ? জীবনে বাঁচবোই বা কয়দিন? তাই তো সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমার প্রিয়া কে ভাল রেখো? তাকে সুখে শান্তিতে রেখো? পৃথিবীর সব সুখ তাকে দিও? তার মনে যেন কোন দুঃখ না আসে। তার সমস্ত দুঃখ কষ্ট কে আমার কপালে দাও,,,।তাকে চির সুখী রেখো।সে যে আমাকে কথা দিয়ে কথা রাখেনি তাতে আমার কোন দুঃখ নেই। যদিও প্রতিদিনই খুব কষ্ট পায়, চোখের জল পড়ে,,,।তারপর ও প্রিয়া কে কোন দোষ দিবো না।সে যে আমার প্রিয়তমা,,,,, ছিল। সে আমাকে প্রচন্ড ভালবাসতো? তাকে কি ভুলা যায়? যায়না। প্রিয়তমার মত আমার মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ কথা বলেনা। প্রিয়তমার মত জানতেও চাই না কেমন আছি,,,,,।
আমি যেন ডাস্টবিনে পড়ে থাকা এক গলিত ঘৃণিত দুর্গন্ধ যুক্ত লাশ।
কেউ কথা রাখেনি? আর রাখবেই বা কেন? আজ আমার প্রিয়ার মত সকলেই বুঝতে পেরেছে যে আমি ভাল না,,,আমার কিছু নেই,। আমার কিছু নেই বলে আমার বড় অপরাধ। প্রিয়াও পাল্টে গেছে,,,। বাকী এ দূর্বিসহ জীবন টুকু কিভাবে কাটাবো আল্লাহই জানেন।
ও প্রিয়া, আমার যে কিছুই ভাল লাগছে না। আমি কি করবো বলে দাও? জানো প্রিয়া কেউ আমায় ভালবাসে না,,শুধুই ধিক্কার দেয়। আমি কারো ভালবাসা হতে পারলাম না, কাছের মানুষ ও হতে পারলাম না, মনের বুক ফাটা কষ্ট গুলোও কারো সাথে শেয়ার করতে পারিনা,,,। সবার প্রয়োজনই রয়ে গেলাম। আমি প্রয়োজন হতে চাই না, কাছের মানুষ হয়ে থাকতে চাই,,,,,।
সত্যি করে বলোতো আমি কি সত্যি খারাপ?
যাকগে সেসব কথা – তোমার ২ টা পায়ে পড়ি আর মিথ্যা বলোনা,,,। যত কষ্টই হোক নামাজ, পর্দা করতে ভুলো না। মনে রেখো- “ তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন ”
আল্লাহ তোমাকে হেদায়েত দিক, নেক হায়াত দান করুক, আজকের এই শুভদিনে আমার চোখের জলের বিনিময়ে ও আল্লাহু তোমাদের মঙ্গল করুক এই কামনায় করি।
———তোমারই আমি।
Devoloped By WOOHOSTBD