• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন পেলেন এহসানুল হুদা জামালগঞ্জে বিপ্লবী উসমান হাদি স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল বটিয়াঘাটায় দলিল লেখক সমিতির নির্দেশ উপেক্ষা করে কিছু সুবিধাবাদী দলিল লেখক নেতার রেজিস্ট্রিতে অংশগ্রহণ, নকল নবিস দীপ্ত কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজশাহীতে চলছে শীতের পিঠা মেলা তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লাবাহী ট্রাক চাপায় ১ যুবকের মৃত্যু সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ যশোর-২ আসনে জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র সংগ্রহ মাধবপুর থেকে অজ্ঞতনামা এক ব্যাক্তি মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ ৫৯ বিজিবি অধীস্থ ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ২৭ জন আটক যশোর রেলগেটে বিক্রীত জমি ভুয়া ওয়ারেশ হয়ে আত্মসাতের অপচেস্টায় প্রতারক চক্র

যশোর রেলগেটে বিক্রীত জমি ভুয়া ওয়ারেশ হয়ে আত্মসাতের অপচেস্টায় প্রতারক চক্র

Muntu Rahman / ৩৩ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায় ব্যাপক আলোচিত সেই ভূমিদস্যু চক্র এখন নতুন ষড়যন্ত্রে লিপ্ত। মামলাবাজ এই চক্রের হোতারা এখন প্রতারণার নতুন ছক ফেদেছে। প্রতিটি মামলায় তারা ভিন্ন ভিন্ন দাবি উপস্থাপন করছে। এর ফলে দপ্তরে দপ্তরে নতুন জট তৈরি হচ্ছে। অথচ উল্লেখিত জমি দলিলে স্পষ্ট বিক্রীত।
কার্যত বিক্রীত জমি এই চক্রটির সদস্যরা কখনো তারা ওয়ারেশ দাবি করছে। আবার কখনো তারা বলছেন কেনা জমি। বস্তুত জবর দখলের মাধ্যমে আত্মসাত করতে ব্যাপক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে বাদি পক্ষ মতামত দিয়েছেন। আলোচিত চক্রটির নেতৃত্বে রয়েছে বরিশাল ঝালকাঠির রাজাপুরের আবুল বাসার মাঝি। তার পিতা মৃত সইজুদ্দিন মাঝি। সাত বৌয়ের মেজো স্ত্রীর সন্তান এই বাসার মাঝি। তার সাথে রয়েছে তার স্ত্রী, শাশুড়ি, শালারা।
ঘটনার বিবরণ অনুযায়ী,নান্নু মিয়ার ছেলে ইদু মিয়া তার ১৯৬০ সালে ক্রয়কৃত জমি ধারাবাহিক বিক্রি করেছেন। এর মধ্যে ৬৫৫৬ নম্বর দলিলে ১৯৬১ সালের ১০ জুন ১৩৬ নং দাগে পাঁচ শতক জমি বিক্রি করেন। এই জমির ক্রেতা চাঁচড়া র মাওলা বক্সের ছেলে নিজাম উদ্দীন।
১৯৬২ সালের ১২ ডিসেম্বর বিক্রীত জমি দলিল নম্বর ১০১৮৮ তে ১৩৬ নং দাগে আড়াই শতক জমি বিক্রি করেছেন। এক্ষেত্রে ক্রেতা চাঁচড়া রেলগেটের আজগর আলীর ছেলে সুবিদ আলী।
১৯৬১ সালের ১০ জুন ৬৫৫৪ নম্বর দলিলে ইদু মিয়া ১৩৬ নং দাগে পাঁচ শতক জমি বিক্রি করেছেন। ক্রেতা হলেন চাঁচড়ার কুদরত আলীর ছেলে আ: রহমান। তিনি পাঁচ শতক জমি ক্রয় করেন।
একই দিনে ইদু মিয়া পৃথক দলিল যার নম্বর ৬৫৫৫ এ ১৩৬ দাগে পাঁচ শতক জমি বিক্রি করেছেন। এবার ক্রেতা মোহা:মুনছুরের ছেলে কেফাতুল্লা।
ইদু মিয়া সর্বশেষ ১০৮১ নম্বর দলিলে ৫৪১ নম্বর দাগে ২২ (বাইশ) শতক জমি বিক্রি করেছেন। তারিখ ১৯৬৯ সালের ২৩ জানুয়ারি। এক্ষেত্রে ক্রেতা হলেন, ঢাকা জেলার ১/১ আরমানিতলার শামিম আহমেদের মেয়ে নারগিস আকতার। ইদু মিয়া পাঁচটি দলিলে সর্বমোট সাড়ে ৩৯ শতক জমি বিক্রি করেছেন। অথচ তার ক্রয় জমি ৩৬ শতক। বেশি বিক্রীত জমির মালিক হাজী সেলিম। বন্ধু বিক্রি করেছেন বলে তিনি দাবি করা সমীচীন বোধ করেননি।
ইদু মিয়ার কাছ থেকে নারগিস আকতার ১৯৬৯ সালে ক্রয় করেন। বিবরণ সি এস ৬৬১ খতিয়ান ও এস এ ৬৬৭ খতিয়ানে সি এ ১৩৫, ১৩৬, এস এ ৫৫৩ জমি ৪৮ শতক, এস এ দাগ ৫৪১ জমি ২২ শতক, এস এ দাগ ৫৪২ জমি ১৪ শতক, দাগ ৫৪৩ জমি চার শতক, এস এ দাগ ৫৫৫ জমি ২ শতক, এস এ দাগ ৫৫৬ জমি দুই শতক, এস এ দাগ ৫৫৭ জমি দুই শতক, এস এ দাগ ৫৫৮ জমি এক শতক, এস এ দাগ ৫৫৯ জমি এক শতক, এস এ দাগ ৫৫৪ জমি এক শতক মোট ৯৭ শতক থেকে ২২ শতকের ক্রয় মালিক। আমাদের ক্রয় বৈধ। ৭৭নংচাঁচড়া মৌজা য় জমিটির অবস্থান রেলগেট পশ্চিম পাড়ায়।
বিক্রীত জমিতে কিভাবে ওয়ারেশ কার্যকর হতে পারে তা কারো বোধগম্য নয়।
বিক্রীত জমি বা তার দলিল আদালত কতৃক অবৈধ ঘোষণা করা হয়নি। কাজেই সকল বিক্রয় ও দলিল বৈধ বা স্বীকৃত।
সাবেক ব্যাটা ম্যানেজার নূর উদ্দীন এর ওয়ারেশ কতৃক পাওয়ার অব এটর্নি বলে রেলগেট পশ্চিম পাড়ার মৃত সেকেন্দার আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক বলেন, সাতটি নামপত্তন জেলা রাজস্ব কর্মকর্তা বাতিল করেছেন। এ সংক্রান্ত সিআর ১১৩৯/২৩ বিবাদী গুলশান, সিআর ১৪২৯/২২ বিবাদী রোজিনা, সিআর ১৫১৪/২৩ বিবাদী মুন্নী, পি আর ১১৯৯/২৩ বিবাদী আনোয়ারা, সিআর ১০৫০/২৩ বিবাদী লালবাবু, সি আর ১১২০/২৩ বিবাদী ইসলাম মামলা আদালতে চলমান। এ সব মামলা তদন্তের দায়িত্ব পালন করছেন। সি আই ডি পুলিশের এস আই গাজী কামাল, এস আই রফিকুল মামলা তদন্ত কর্মকর্তা। আমরা জমির ক্রেতা পক্ষ নূর উদ্দীনের ওয়ারেশগণ ন্যায় বিচার পাবো বলে আশাবাদী। কেননা সিআইডি কর্তা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন। বিবাদীরা রেলগেট পশ্চিম পাড়ার মৃত ওয়ালী মোহাম্মদের স্ত্রী, ছেলে মেয়ে। আর তাদের নেতৃত্বে জামাই আবুল বাসার মাঝি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD