• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, চলে গেলেন আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার জামালগঞ্জে সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২। যশোরে ভোগান্তির শিকার জমি মালিকদের সংবাদ সম্মেলন বিদেশের ভুয়া ভিসায় ১৬ কোটি টাকা হাতিয়েছে আটক মিন্টু-বৃষ্টি দম্পতি ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার। দৌলতপুরে  অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা  গ্রেফতার সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মহিপুর-আলিপুরের জেলের

হিজলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, চলে গেলেন আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার

Muntu Rahman / ৩৬ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে রাজধানীর আলী আজগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তার মৃত্যুতে হিজলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ একে একে শ্রদ্ধা ও সমবেদনা জানান।

বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “আলহাজ্ব গাফফার তালুকদার ছিলেন হিজলার রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তিনি সংকটে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক নান্নু বলেন, তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ ও ত্যাগী রাজনীতিক। তার মৃত্যু জাতীয়তাবাদী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, গাফফার ভাইয়ের নেতৃত্ব ও মমতা হিজলার রাজনীতিতে চিরস্মরণীয়। তিনি আমাদের সকলের অনুপ্রেরণা।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, গাফফার তালুকদার ছিলেন দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী-নেতাদের উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রস্থান আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।

উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ বলেন, তিনি ছিলেন পরিবারের একজন অভিভাবকসুলভ নেতা। তার আদর্শ অনুসরণ করে তরুণ প্রজন্ম এগিয়ে যাবে।

হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মো. মনির হোসেন বলেন, তার নেতৃত্বে হিজলা বিএনপি নতুন প্রাণ পেয়েছিল। আজ আমরা একজন দূরদর্শী সংগঠককে হারালাম।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, তিনি শুধু নেতা নন, আমাদের অভিভাবক ছিলেন। তার পরামর্শ ও দিকনির্দেশনা হিজলার রাজনীতিতে অমূল্য ভূমিকা রেখেছে।

মাগরিবের পর হিজলা সংহতি পাইলট বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজটি পড়ান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ তালুকদার। জানাজায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা ও অঙ্গসহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার দায়িত্বশীলগণ, কুরআনী-নুর ফাউন্ডেশন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার ও থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাজার আগে বক্তারা আলহাজ্ব গাফফার তালুকদারকে সাহসী, নির্লোভ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

কুরআনী-নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সানাউল্লাহ আস সুদাইস বলেন, “আলহাজ্ব গাফফার তালুকদার ছিলেন জনগণের সত্যিকারের নেতা। তিনি রাজনীতিকে সেবার হাতিয়ার হিসেবে দেখতেন, ক্ষমতার নয়। তাঁর অবদান হিজলার মাটি ও মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার হিজলার বড়জালিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রদল থেকে রাজনীতিতে পথচলা শুরু করে তিনি হিজলা গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সর্বশেষ আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন জনগণের প্রিয় নেতা, জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ সৈনিক এবং মানবিক মানুষ। তার মৃত্যুতে হিজলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD