• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার। দৌলতপুরে  অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা  গ্রেফতার সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মহিপুর-আলিপুরের জেলের যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ফোরাম সভাপতি প্রার্থী সাবু, সাধারণ সম্পাদক গফুর সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় নদীরপাড় কাটা বন্ধ, স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত শরিফ উদ্দিন জুয়েল এর নেতা কর্মীকে হুমকি দেওয়ার কঠোর  বার্তা দিলেন জুয়েল সুন্দরগঞ্জে এমএসআর দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে ডা. দিবাকর’র বিরুদ্ধে মান্দায় ডাঃ ইকরামুল বারী টিপুর মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সন্মেলন

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত

Muntu Rahman / ৩১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৪৬২) এর নির্বাচন স্থগিত। একটি মামলা নির্বাচনে সংশয় সৃষ্টি করলেও আদালতের বিচারক প্রথমে নির্ধারিত দিনে নির্বাচন করার রায় প্রদান করেন সিনিয়র সদর সহকারী জজ আদালত বিচারক। মামলা নং ৪৪৬/২০২৫। পরে জেলা জজ ১ম আদালতের অতিরিক্ত জেলা জজ ও ভারপ্রাপ্ত জেলা জজ মোঃ সালেহুজ্জামান নির্বাচন স্থগিত আদেশ প্রদান করেন ২৩ অক্টবর বৃহস্পতিবার। মিস আপিল নং ৪৮/২০২৫। মামলার বাদি শহিদুল ইসলাম ডিং। তার পিতা মোমিনুর রহমান। মামলার পরবর্তী তারিখ ১৯ নভেম্বর।
সংবিধানের একটি ধারার আলোকে সাধারণ সভা ও নির্বাচন কে অবৈধ দাবি করে মামলাটি করা হয়। যশোর সদর সহকারী জজ আদালতের বিচারক বুধবার এই রায় প্রদান করেন। সবুজ-রুস্তম পরিষদের প্রার্থী ইউনুচের নেতৃত্বে ১৭ জন বাদি হিসাবে মামলাটি করেন।
বাদি তার এজাহারে বলেছেন, ২০১৯ সালের ১১ নভেম্বর সাধারণ সভায় গঠনতন্ত্রের ১৮ ও ১৯ নম্বর ধারা সংশোধন করে নির্ধারণ করা হয় যে, কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিন আগে নতুন নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বর্তমান কমিটি সেই নিয়ম অমান্য করে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দায়িত্বে থেকে নির্বাচন প্রক্রিয়ায় গড়িমসি করে।
তারা আরও জানান, সর্বশেষ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৯ জুলাই, এবং ওই বছরের ১০ আগস্ট শপথ গ্রহণ করেন বর্তমান কমিটির সদস্যরা। তাদের তিন বছরের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ৯ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন না দিয়ে তারা কার্যক্রম চালিয়ে যেতে থাকেন।
পরবর্তীতে সংগঠনের সদস্য ইউনুস আলী চলতি বছরের ৯ সেপ্টেম্বর খুলনা শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর নির্বাহী কমিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়, কিন্তু কমিটি কোনো জবাব না দিয়েই তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
পরে ২৩ আগস্ট মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি সাধারণ সভার মাধ্যমে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এবং তফসিল ঘোষণা দেয়। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল।
তবে ইউনুস আলী, রেজাউল ইসলামসহ সংগঠনের ১৭ জন সাধারণ সদস্য যশোর সদর সহকারী জজ আদালতে নির্বাচনী কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে মামলা করেন। প্রথমে আদালত আবেদনটি খারিজ করলেও বাদীপক্ষ আপিল করলে জেলা ও দায়রা জজ আদালত নির্বাচন কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
তবে সাধারণ সদস্যরা বলেছেন, রেলগেট ও তেঁতুলতলার দুই ডিস ইন্টারনেট ব্যাবসায়ী সেলিম ওরফে হাজী সেলিম ও খায়রুল বাসার শাহীন তাদের আত্মীয় মোহাম্মদ আলি ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাসান ইমাম বাবলু কে নিয়ে এসব মামলা হামলা করে শ্রমিক ইউনিয়ন ভবন দখলে নিতে ব্যাপক অপ তৎপরতা চালাচ্ছে। এই মামলা তাদের ষড়যন্ত্রের অংশ। এরা ব্যাক্তিগত বহু অপরাধে জড়িত। এরা এখন সন্ত্রাসী ভাড়া করছে। তারা শ্রমিক অধিকার ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। রবিবার সাধারণ শ্রমিকগণ এ বিষয়ে বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD