• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার। দৌলতপুরে  অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা  গ্রেফতার সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মহিপুর-আলিপুরের জেলের যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ফোরাম সভাপতি প্রার্থী সাবু, সাধারণ সম্পাদক গফুর সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় নদীরপাড় কাটা বন্ধ, স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত শরিফ উদ্দিন জুয়েল এর নেতা কর্মীকে হুমকি দেওয়ার কঠোর  বার্তা দিলেন জুয়েল সুন্দরগঞ্জে এমএসআর দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে ডা. দিবাকর’র বিরুদ্ধে মান্দায় ডাঃ ইকরামুল বারী টিপুর মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সন্মেলন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

Muntu Rahman / ৪২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা গত ১৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ (রবিবার) সকাল ০৮.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)’সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদ মর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। অতঃপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের দিক নির্দেশ প্রদান করেন।

পরবতির্তে দুপুর ১২.০০ ঘটিকায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। অতিরিক্ত পুলিশ সুপার(প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন সিআরপিসি আইনের সংশোধিত ধারাগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশোধিত এসব ধারাগুলো বিষয়ে প্রতিটি থানার এস আইদের অনুসরণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার তাঁর বক্তব্য বলেন, ” থানা হলো পুলিশের আয়না। থানার কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। একজন মানুষ বিপদে পড়ে থানায় যায়, ঐ বিপদ গ্রস্ত মানুষকে আইনের সর্বোচ্চ সেবা দিতে হবে।” তিনি আরো বলেন, ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করতে হবে।”

এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানার এএসআই (নিঃ)/মোঃ আব্দুর রশিদ, জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/হুমায়ুন কবির, মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/আবুল কালাম আজাদ, আড়াইহাজার থানার এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা থানার এসআই (নিঃ)/জহিরুল ইসলাম, অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সদর কোর্টে কর্মরত এসআই(নিঃ)/জাকির হোসেন, এএসআই(নিঃ)/শহিদুল ইসলাম, কং/১৯৩৭ নুরুজ্জামান, আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৬১ (একষট্টি) টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তরে বিশেষ অবদানের জন্য আইসিটি শাখায় কর্মরত এসআই(নিঃ)/কাজী আফজাল শাহীন, এএসআই(নিঃ)/ শফিকুল ইসলাম, কং/৯০৮ আলআমিন ইসলাম, কং/ ১৯০০ মেহেদী হাসান, কং/ ১৯৩৪ মোঃ রায়হানদের পুরস্কৃত করেন।

উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD