সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিলমহিষা গ্রামের বাসিন্দা কবি আল-আশরাফ। পেশায় তিনি একজন তাঁত শ্রমিক হলেও, হৃদয়ে লালন করেন কবিতার অমলিন আলো। কর্মব্যস্ত জীবনের ফাঁকেও কলমের ডগায় ফুটিয়ে তোলেন জীবনের সুখ-দুঃখ, সমাজের বাস্তবতা আর ভালোবাসার নানা অনুভূতি।
শৈশব থেকেই সাহিত্যপ্রেমী আশরাফ আলী স্থানীয়ভাবে পরিচিত “পল্লী কবি আল আশরাফ” নামে। দিনমজুরির মতো কঠোর পরিশ্রমের মাঝেও তিনি কবিতা রচনা চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন— কলম সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। তাঁর কবিতায় ফুটে ওঠে গ্রামের মানুষের জীবনযুদ্ধ, দরিদ্র মানুষের কষ্ট, প্রেম-ভালোবাসা, দেশপ্রেম ও মানবতার বার্তা।
তাঁর লেখা কবিতাগুলো পড়লে বোঝা যায়, সীমাবদ্ধতা তাঁর স্বপ্নকে কখনোই থামিয়ে দিতে পারেনি। গ্রামের কিশোর-যুবকদেরও তিনি অনুপ্রাণিত করছেন কবিতা ও সাহিত্যচর্চায়। তিনি আশা করেন, একদিন তাঁর লেখা শুধু গ্রামেই নয়, দেশব্যাপী পাঠকের হৃদয়ে পৌঁছে যাবে।
তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করা এই কবি জানান—
“শ্রমের ঘামে ভিজে যায় শরীর, কিন্তু কলমের কালি মুছে দেয় সব ক্লান্তি। আমি চাই আমার কবিতা মানুষকে সত্য ও সুন্দর জীবনের পথে হাঁটতে অনুপ্রাণিত করুক।”
স্থানীয় শিক্ষিত সমাজ ও সাহিত্যপ্রেমীরা মনে করেন, এ ধরনের প্রতিভাবান মানুষকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা প্রয়োজন। কারণ, গ্রামীণ প্রান্তিক মানুষের ভেতরে থাকা সাহিত্য প্রতিভা যথাযথ মূল্যায়ন পেলে বাংলাদেশের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।
পল্লী কবি আল আশরাফ এখনো বই আকারে তাঁর কবিতা প্রকাশ করতে পারেননি। তবে স্বপ্ন দেখেন, একদিন তাঁর কবিতার বই গ্রন্থাগার থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে হাতে ঘুরবে।
Devoloped By WOOHOSTBD