• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২। যশোরে ভোগান্তির শিকার জমি মালিকদের সংবাদ সম্মেলন বিদেশের ভুয়া ভিসায় ১৬ কোটি টাকা হাতিয়েছে আটক মিন্টু-বৃষ্টি দম্পতি ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার। দৌলতপুরে  অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা  গ্রেফতার সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মহিপুর-আলিপুরের জেলের যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ফোরাম সভাপতি প্রার্থী সাবু, সাধারণ সম্পাদক গফুর সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় নদীরপাড় কাটা বন্ধ, স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

Muntu Rahman / ২৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি’ আদায়ের লক্ষ্যে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেল ৩টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার ও মালোপাড়া এলাকায় প্রদক্ষিণ করে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। দেশে আর কোনো একদলীয় শাসনব্যবস্থা মেনে নেওয়া হবে না। জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তাঁরা আরও বলেন, “অনেকে দাবি করেন যে তারা পিআর পদ্ধতি বোঝেন না- এটি সত্য নয়, বরং তারা বুঝতে চান না। যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলে। এই পদ্ধতিই দেশের রাজনীতিতে ভারসাম্য আনতে পারে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সক্ষম।”

বক্তারা অভিযোগ করে বলেন, “ধর্মীয় মূল্যবোধের নামে যা
রাজনীতি করে, তারাই নির্বাচনের সময় ধর্মীয় আবরণ ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা জানে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই এখন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শাহাদত হোসেন, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD