• রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে এইচএসসি ফলাফলে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ-অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় গৌরবের শিখরে শতভাগ পাসসহ ২৫ জিপিএ-৫ যশোর মুদ্রন শিল্প মালিক সমিতির নির্বাচন আজ ১৭ অক্টবর সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ঘটনাস্হলে অজ্ঞাত যুবকের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে খুলনা-১ আসনের মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে – আমীর এজাজ খান বেলকুচিতে পৌরসভায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন ধুনটে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত লালন শাহের আজ ১৩৫ তম তিরোধান দিবস –ডাঃ কামরুল ইসলাম মনা আওয়ামীলীগ ক্যাডারের নাম যুবদলে অন্তর ভুক্তির সুপারিশে বিএনপি তারেক রহমানের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে জেলা মহিলা বিএনপির নারী সমাবেশ

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Muntu Rahman / ১৫৭ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী -২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশুদিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিন এই দিবসটি পালন করা প্রয়োজন। কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে করে তাদের আর্দশ শিশু সন্তান হিসেবে গড়ে তোলা না হয় তাহলে শিশুদের মনন ও মেধা বিকাশে বিরুপ প্রভাব পড়বে। তিনি আরো বলেন আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুঝ সন্তানদের সাথে এন্ডোজ মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেইসবুকে আইডি খুলে দেয়ার ও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, যা আগামী প্রজন্মের আজকের শিশুরা লেখাপড়া ও খেলাধূলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন। এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষনিক তাদের আগামীর নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপাড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলেই লেখাপড়ার জীবন শেষ করে একটি সন্তান যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও তারা নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেছেন,একটি পরিবারে তার শিশুর বেড়ে উঠা থেকে শুরু করে আলোকিত মানুষ করে তুলতে হলে নিজের ঘরের নারী কিংবা সহধর্মিনীকে সম্মান করতে হবে। কেননা ঘরের নারীকে সম্মান করলে সন্তানটির প্রতি ঐ নারী বা স্ত্রীর দায়িত্ব অনেকগুন বেড়ে যাবে ফলে শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলোয় মনোনিবেশের মাধ্যমে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। আর আজকেই বিশ্ব শিশুদিবস পালন করেই আমরা সীমাবদ্ধ থাকব না মনে করতে হবে প্রতিটি দিন আমাদের শিশুদের জন্য এই দিবসটির গুরুত্ব অপরিসীম। তখনই শিশুদের প্রতি আমরা যারা অভিভাবকরা রয়েছি সকলের দায়িত্ববোধের জায়গাটা বেড়ে যাবে। তিনি সকল শিশুদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD