এতদ্বারা প্রকাশ করা যাইতেছে যে, মোছাঃ রুমা খাতুন, জন্ম তারিখঃ 02-02-1987, পিতা- মোঃ সামছুল হক, মাতা- মোছাঃ মনোয়ারা খাতুন, গ্রাম-মাইঝাইল, ডাকঘর- রান্ধুনীবাড়ী, উপজেলা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ। মোছাঃ রুমা খাতুনের জাতীয় পরিচয়পত্র নম্বরঃ 8811181130015. ও জন্ম সনদ নং- 19878811181149110. ভুল বশত মোছাঃ রুমা খাতুনের জাতীয় পরিচয়পত্রে তার স্বামীর নাম এরশাদুল ইসলাম ও মায়ের নাম মোছাঃ মানোয়ারা খাতুন ভূল উল্লেখ হওয়ায় তার বিভিন্ন কাজের বিঘ্ন ঘটায়। সে তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে ইচ্ছুক। সঠিক তার স্বামীর জাতীয় পরিচয়পত্র, স্বামীর পাসপোর্ট, সন্তানদের কাগজপত্র, স্বামীর- স্ত্রীর কাবিননামা অন্যান্য কাগজপত্রে স্বামীর নাম মোঃ আসাদুল হক আছে জাতীয় পরিচয়পত্র নম্বরঃ 4187520731. ও তার মায়ের জাতীয় পরিচয়পত্র আছে মোছাঃ মনোয়ারা খাতুন জাতীয় পরিচয়পত্র নম্বরঃ 8811181140964. মোছাঃ রুমা খাতুনের স্বামীর বাড়ীর ঠিকানা- গ্রাম- চক মকিমপুর, ডাকঘর- রাজাপুর, উপজেলা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
তারিখঃ ২৫-০৯-২০২৫ ইং
Devoloped By WOOHOSTBD