যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৪৬২) এর নির্বাচন আগামী ২৫ অক্টবর। একটি মামলায় নির্বাচনে সংশয় সৃষ্টি করলেও আদালতের বিচারক নির্ধারিত দিনে নির্বাচন করার রায় প্রদান করেছেন। যশোর সদর সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল বুধবার এই রায় প্রদান করেছেন। সবুজ-রুস্তম পরিষদের ইউনুচের নেতৃত্বে ১৭জন বাদি হিসাবে মামলাটি করেন। শনিবার নির্ধারিত দিনেই ভোট হবে। ৩৪টি মনোনয়ন পত্র আর দুটি প্যানেল আছে মাঠে।
এর একটি বিশু-মিজান পরিষদ। অন্যটি হচ্ছে সবুজ-রুস্তম পরিষদ। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রবিউল হোসেন রবি। বাকিরা হলেন সচিব আনছারুল হক রানা, এডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল ও মোহাম্মদ সাহাবুদ্দিন। মামলার জট দূর হয়েছে। নির্ধারিত দিনেই ভোট। তাই বেজায় খুশি যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিক সদস্যরা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ৩৪ মনোনয়নপত্র বৈধ। এর মধ্যে দুটি প্যানেলের ৩৪টি মনোনয়ন জমা দানকারীরা হলেন, সভাপতি পদে শ্রী বিশ্বনাথ ঘোষ ও রুস্তম আলী। সহ সভাপতি পদ প্রার্থী ছয় জন হলেন, রফিকুল ইসলাম, আহমদ আলী, জাহাঙ্গীর আলী (বাবু), আক্তারুজ্জামান, শাহজালাল হাজারী, মাসুদ রানা।সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শহিদুর রহমান সবুজ। সহ সাধারণ সম্পাদক চার প্রার্থী হলেন, ওহিদুল ইসলাম, ইলিয়াছ হোসেন, সাগর হোসেন, রিফাত হোসেন, সিরাজুল ইসলাম (সাবু ) ও ইউনুচ আলী। সাংগঠনিক সম্পাদক দুই প্রার্থী হলেন শাহজালাল সজল ও জাহাঙ্গীর হোসেন। সহ সাংগঠনিক সম্পাদক দুই প্রার্থী হলেন, শাহীন উদ্দীন শেখ ও বাবলুর রহমান।প্রচার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন, আজিজুল ইসলাম সেলিম ও শামিম। কোষাধক্ষ পদ প্রার্থী দুইজন বাবু ও আব্দুল্লাহ। সড়ক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দাতারা হলেন, নাছির উদ্দীন ও আব্দুর রহিম সোহাগ। সহ সড়ক সম্পাদক দুই জন প্রার্থী হচ্ছেন মহসিন আলী ও আ: আজিজ। সমাজ কল্যাণ সম্পাদক পদে দুই প্রার্থী হলেন, আরশাদ আলী ও জিয়াদুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রাথী দুই। এরা হলেন, শুকুর হোসেন রনি ও শুকুর আলী। শ্রম বিষয়ক সম্পাদক প্রার্থী তিনজন হলেন, সফিকুল ইসলাম বাবু, সামছুর রহমান ও রুস্তম আলী।
ভোটার লিস্ট অনুযায়ী ১৯৬৯ জন ভোটার ভোট দেবেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৫ অক্টবর নির্বাচন।এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যশোর চাঁচড়া চেকপোস্টস্থ শ্রমিক ভবনে দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হবে।
বিশু-মিজান পরিষদ
এই বিষু-মিজান নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে শ্রী বিস্বনাথ ঘোষ বিষু (টায়ার), সহ-সভাপতি ৩টি পদে রফিকুল ইসলাম (হেলিকপ্টার), আহমদ আলী (হাঁস) ও জাহাঙ্গীর হোসেন বাবু (প্রজাপতি), সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (মোরগ), সহ-সাধারণ সম্পাদক ৩টি পদে ওহিদুল ইসলাম (ডাব), ইলিয়াস হোসেন (চিংড়ি মাছ) ও সাগর হোসেন (ফুটবল), সাংগঠনিক সম্পাদক শাহজালাল সজল (সিলিং ফ্যান) সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন উদ্দিন শেখ (রজনীগন্ধা), প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম (হাতি), কোষাধ্যক্ষ মো. বাবু (টিউবয়েল), সড়ক সম্পাদক নাছির উদ্দিন (মাইক), সহ-সড়ক সম্পাদক মহসীন আলী (আনারস), সমাজ কল্যাণ সম্পাদক আরশাদ আলী (কলম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর হোসেন রনি (ব্যাট বল ) এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবু (ডাল রেন্স)।
রুস্তম-সবুজ পরিষদ
এই পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে প্রার্থী রুস্তম আলী (ট্রাক), সহ-সভাপতির তিনটি পদে আক্তারুজ্জামান কলম (রেলগাড়ি), শাহজালাল হাজারী (উড়োজাহাজ) ও মাসুদ রানা (তীর ধনুক), সাধারণ সম্পাদক শহিদুর রহমান সবুজ (বাস), সহ-সাধারণ সম্পাদকের ৩টি পদে ইউনুস আলী (আপেল), রিফাত হোসেন (কলস) ও সিরাজুল ইসলাম বাবু (মোটর সাইকেল), সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর (চরকা), সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলুর রহমান (প্রাইভেট কার), প্রচার সম্পাদক মো. শামীম (দোয়েল), কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ (উট), সড়ক সম্পাদক আব্দুর রহিম সোহাগ উড়োজাহাজ), সহ সড়ক সম্পাদক আব্দুল আজিজ (হরিন), সমাজ কল্যাণ সম্পাদক জিয়াদুর রহমান (ঈগল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী (ময়ূর )এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে রুস্তম আলী (তালা)। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী (
Devoloped By WOOHOSTBD