• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে  অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা  গ্রেফতার সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মহিপুর-আলিপুরের জেলের যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ফোরাম সভাপতি প্রার্থী সাবু, সাধারণ সম্পাদক গফুর সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় নদীরপাড় কাটা বন্ধ, স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত শরিফ উদ্দিন জুয়েল এর নেতা কর্মীকে হুমকি দেওয়ার কঠোর  বার্তা দিলেন জুয়েল সুন্দরগঞ্জে এমএসআর দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে ডা. দিবাকর’র বিরুদ্ধে মান্দায় ডাঃ ইকরামুল বারী টিপুর মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সন্মেলন কাশিয়ানীতে ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য: ফার্মেসীর মালিক সেজে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি

মান্দায় ডাঃ ইকরামুল বারী টিপুর মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সন্মেলন

Muntu Rahman / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মান্দা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার বিএনপির সদস্য ও এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ডাঃ ইকরামুল বারী টিপু সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে টকশোতে দেওয়া মন্তব্যকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা।তিনি টকশোতে তার বিরুদ্ধে ৭টি রাজনৈতিক মামলার কথা উল্লেখ করেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন মামলা হামলায় নির্যাতিত হওয়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় নওগাঁ-৪ (মান্দা) আসনে উপজেলা বিএনপির রাজনীতিতে এখন চলছে চরম অস্থিরতা এবং আস্থার সঙ্কট। দলের ভেতরেই যখন ‘ত্যাগ ও মিথ্যার’ ফারাক স্পষ্ট হয়ে উঠছে, তখন টেলিভিশন টকশোতে মনোনয়ন প্রত্যাশীর মিথ্যে বক্তব্য দলের বর্ষীয়ান ও কারা নির্যাতিত কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রতিবাদ শুরু হয়েছে মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলার প্রসাদপুর বাজার সংলগ্ন মুনসুর মৃধার আম বাগানে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করা হয়।
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল।

সংবাদ সম্মেলনের ডাঃ ইকরামুল বারী টিপুর বিতর্কিত কর্মকাণ্ড, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং মিথ্যাচারের অভিযোগ এনে তাঁর সাথে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ও প্রতিশোধপরায়ণ ঘটনা না ঘটানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তিনি আরও নির্দেশ দেন, মানবিকতা ও নৈতিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে রাজনীতি পরিচালনা করতে হবে।

তবে, গভীর উদ্বেগের সাথে তিনি উল্লেখ করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মান্দা উপজেলা বিএনপির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এবং তাঁর অনুসারীরা ধারাবাহিকভাবে উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড বিএনপির মূল নেতৃত্বকে অবহিত না করে বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য উপস্থাপন করছেন। তারেক রহমানের নির্দেশ অমান্য করে এমন কাজ চালিয়ে যাওয়ায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

​মিথ্যা মামলা দাবির প্রেক্ষিতে তিনি বলেন, গত ২১ অক্টোবর এশিয়ান টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ডাঃ ইকরামুল বারী টিপু বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁর বিরুদ্ধে ৭টি নাশকতামূলক মামলা হয়েছিলো বলে যে দাবি করেছেন, তা ‘নির্জন মিথ্যাচার’ বলে উল্লেখ করা হয়। উপজেলা বিএনপির দাবি, ডাঃ ইকরামুল বারী টিপু বিগত ১৫ বছরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা রেখে সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ জীবন যাপন করেছেন, তাই তাঁর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি।

​হত্যা মামলার আসামী ও বহিষ্কার সম্পর্কে বলা হয় গত ২০০৪ সালের উপজেলা বিএনপির তৎকালীন সহ-সভাপতি বলিষ্ঠ নেতৃত্ব মুনসুর আলী মৃধা হত্যা মামলার ১ নম্বর আসামী ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু। এই মামলায় আসামী হওয়ায় তিনি দল থেকে বহিষ্কার হয়েছিলেন বলেও জানানো হয়।

​আওয়ামী লীগের সুপারিশ গ্রহণ: হত্যা মামলা প্রত্যাহারের আবেদনে ডাঃ ইকরামুল বারী টিপু তৎকালীন এমপি ইসরাফিল ও জেলা আওয়ামী লীগ সভাপতি বকুলের সুপারিশ নিয়েছিলেন এবং ঐ আবেদন পত্রে বিএনপি দলকে নিয়ে ‘কুকথা’ বলেছিলেন, যার অনুলিপি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।

​জমি দখলের বিষয় বলা হয়, গত ৫ আগস্টের পর ডাঃ টিপুর নেতৃত্বে মান্দা উপজেলার বিল মান্দা হারকিশর মৌজায় ১৮ একর জমি দখল করে নেওয়া হয়, যা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে এবং স্থানীয় লোকজন মানববন্ধন করেছিল।

​সংস্কারপন্থী ও নৌকার পক্ষে কাজ করেছেন উল্লেখ করে বলা হয়, গত ২০০৬ সালের নির্বাচনে সংস্কারপন্থী হয়ে বিকল্পধারায় যোগদান করে প্রার্থী হয়েছিলেন এবং ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন ও তাঁর জন্য ভোট করেছিলেন বলে অভিযোগ করা হয়।

​সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের বিষয়ে ​সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, ডাঃ ইকরামুল বারী টিপু অব্যাহত সংগঠন বিরোধী ও মিথ্যাচারের দায়ভার মান্দা উপজেলা বিএনপি পরিবার কোনোভাবেই বহন করবে না। তিনি বলেন, ডাঃ টিপু জমি দখলসহ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠার অপচেষ্টা করে মান্দায় বিএনপির শৃঙ্খলা ও ইমেজ নষ্ট করে দলকে বিভক্ত করার চেষ্টা করছেন, যা দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে মান্দা উপজেলা বিএনপি পরিবার দলের আদর্শ, সুনাম ও শৃঙ্খলার স্বার্থে ডাঃ ইকরামুল বারী টিপুর সাথে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং মান্দা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি এম এ মতীন, নিহত মুনসুর মৃধার ভাই সিনিয়র সহ-সভাপতি মন্টু মৃধা,

একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক এবং সদস্য সচিব পলাশ কুমার সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এদিকে গভীর হতাশার কথা প্রকাশ করে বাবার হত্যাকারী হিসেবে ডাক্তার ইকরামুল বারী টিপুর বিচার চাইলেন নিহত মুনসুর মৃধার মেয়ে ফারজানা মৃধা মিতু।

অপরদিকে তীব্র ক্ষোভ, লজ্জা এবং গভীর হতাশা প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং মান্দা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি এম এ মতীন।

সভাপতি এম এ মতীন বলেন, “আজকে আমি একজন বিএনপির কারা নির্যাতিত কর্মী হিসেবে অনেক দুঃখিত, লজ্জিত এবং মর্মাহত হলাম। কারণ মান্দা উপজেলা থেকে একজন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নেতা জাতির সামনে একটা টেলিভিশন টকশোতে যেভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করলেন, তা সত্যিই দুঃখজনক।

তিনি বলেন, মাঠ পর্যায় থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে, মুলত সেই সকল দিক বিবেচনা করে আজকের এই প্রতিবাদ।

এসময় মুনসুর মৃধার হত্যাকারী হিসেবে ডাক্তার ইকরামুল বারী টিপুর বিচার চেয়ে হাতে প্লাকার্ড নিয়ে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন। পরে উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৫ হাজার নারী-পুরুষ নেতাকর্মী বিভিন্ন প্লাকার্ড হাতে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD