শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সোমবার (২২ ডিসেম্বর
রাত আনুমানিক ০৩-১৫ মিনিটে সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ব্যাঙ্গা ডুবা গ্রামস্থ, ব্যাংগা ডুবা গেইটে ঢাকা সিলেট মহাসড়কের ওপর অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায়, এক পথচারী বয়স (৪০ ) ঘটনাস্থলে নিহত হয়।
উক্ত ব্যক্তির নাম ঠিকানা পরিচর পাওয়া যায় নাই। গত রাত্রে রোড এক্সিডেন্টে মারা যান। এখন পর্যন্ত সনাক্ত হয় নাই।
পিবিআই এর মাধ্যমে এন আইডি বাহির করার চেষ্টা করেছে পিবিআই এখন পযন্ত আইডি পাওয়া যায়নি।
মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।
Devoloped By WOOHOSTBD