গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের নাম উঠলেই স্থানীয়দের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত ভীত ও অসহায়। কারণ, এই গ্রামেই বাস করেন হাদিউজ্জামান ওরফে হাদী শেখ, যিনি স্থানীয়দের কাছে পরিচিত একজন কথিত ‘সন্ত্রাসী’ হিসেবে।
স্থানীয়দের অভিযোগ, হাদী শেখ বাজুনিয়া বিলে প্রায় ২০০ বিঘা সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে ঘের নির্মাণ করেছেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে হুমকি, হামলা এমনকি ‘রাতের আঁধারে গুম’ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করছেন অনেকে।
এই পরিস্থিতি চরমে পৌঁছে যখন বাজুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জাকারিয়া তার অন্যায়ের প্রতিবাদ করেন, তখন প্রকাশ্য দিবালোকে খুন হন। জাকারিয়ার হত্যার ঘটনায় এখনও পর্যন্ত সঠিক বিচার হয়নি বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হাদী শেখের নামে গোপালগঞ্জ, বাড্ডা, পল্টনসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও, ঢাকায় বৈষম্যছাত্র আন্দোলনে সরাসরি হামলা, ককটেল বিস্ফোরণ, স্টেট ভাঙচুর ও গাছ কাটা মামলার আসামিও তিনি।
হাদী শেখের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ থাকলেও, তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয় সূত্রের দাবি, হাদী শেখ গোপালগঞ্জ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে নিয়মিত আইনের হাত থেকে পার পেয়ে যাচ্ছেন। একাধিকবার সদর থানার ওসি মীর সাজেদুল ইসলাম এবং ডিবি পুলিশ তাকে গ্রেফতার করলেও, রহস্যজনকভাবে ছাড়া পেয়ে যান।
এক গোপন কথোপকথনে হাদী শেখ নিজেই দাবি করেন,
> “টাকা থাকলে সবকিছুই সম্ভব। আমি সব দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখি—বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই বাদ নেই। আমি এখন ডোনার। পুলিশ, সাংবাদিক—সবকিছুই টাকা দিয়ে কেনা যায়। আমার নামে ৫০০ মামলাই থাকুক, কিছু করতে পারবে না।”
এদিকে, গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর হামলার ঘটনায়ও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হাদী শেখের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে জেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, যার মধ্যে উল্লেখযোগ্য নাম জেলা সভাপতি মাহবুব আলী খান। স্থানীয়রা মনে করেন, রাজনৈতিক ছত্রছায়ায় তিনি দাপটের সঙ্গে সবকিছু চালিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
Devoloped By WOOHOSTBD