বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট বালিকা বিদ্যালয়ের আয়োজনে এক অভিভাবক সমাবেশ গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ।বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক শিব পদ ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, খুলনা জেলা মুক্তিযোদ্ধা ফ্রন্টের আহ্বায়ক কামরুল ইসলাম,অ্যাডভোকেট রমেশ চন্দ্র মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সিএসএস সংস্থার কো- অর্ডিনেটর মোঃ জব্বার আলী ফকির, সিএসএস সংস্থার সুপারভাইজার মোঃ নাহিদ হাসান বাঁধন , বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী যথাক্রমে, আসাদুজ্জামান খান,তাপস বৈরাগী, মধুসূদন দাস, ভগবতী গোলদার, লতিকা মল্লিক, হেদায়েত তুল্লাহ, সাধনা রায়, মহুয়া কবিরাজ,সর্মিলা বিশ্বাস,প্রিংকা রাণী সহ অভিভাবকবৃন্দ
। বিদ্যালয়ে সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় এবং আগামীতে শিক্ষার মান সমুন্নত রাখতে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয় ।
Devoloped By WOOHOSTBD