বটিয়াঘাটায দলিল লেখক সমিতির নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমিতির সুবিধাবাদী কিছু নেতার নেতৃত্বে বটিয়াঘাটার কিছু দলিল লেখক ও বহিরাগত দলিল লেখক গতকাল সোমবার প্রায় অর্ধশতাধিক দলিল রেজিস্ট্রি সম্পাদনে সহযোগিতা করছে বলে অভিযোগে পাওয়া গেছে । সরকারি কোন নিদর্শনায় সাবরেজিস্ট্রি অফিস বন্ধ না থাকায় এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে দলিল লেখক সমিতির কিছু নেতাদের নির্দেশে উক্ত দলিল সম্পাদন হয়েছে বলে জানা গেছে । অপরদিকে বটিয়াঘাটা দলিল লেখক সমিতির বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে সমিতির নেতৃবৃন্দ এক মৌখিক আদেশ ঘোষণা করেন । সমিতির উক্ত আদেশে নিয়ম ছিল চলতি সপ্তাহে বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসে সমিতির কোন নেতা বা সদস্য দলিল রেজিস্ট্রি সম্পাদনে সহযোগিতা করতে পারবে না । সমিতির উক্ত নির্দেশনা উপেক্ষা করে যদি কোন দলিল লেখক দলিল সম্পাদনে স্বাক্ষর করে তা হলে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের সানশাইনে থাকতে হবে বলে জানা গেছে । তবে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সমিতির অফিসে নতুন তালা ঝুলিয়ে দেয়ায় বনভোজনে অংশগ্রহণ না করা দলিল লেখকদের গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ভূক্তভোগীরদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে সরেজমিনে দেখা যায় ।এব্যাপারে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার অঞ্জু দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, সরকারি কোন ছুটি না থাকায় সাবরেজিস্ট্রি অফিস খোলা রয়েছে । সে ভূক্তভোগীরদের সুবিধার্থে এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে যদি কোন ভূক্তভোগী দলিল লেখক নিয়োগ করে দলিল রেজিস্ট্রি সম্পাদন করতে চায়। আমি সাব-রেজিস্ট্রার হিসেবে দলিল রেজিস্ট্রি সম্পাদন বাধ্য । এছাড়া বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সিদ্ধান্ত তাদের ব্যক্তি বিষয় । তাই দলিল সমিতির সিদ্ধান্তের সাথে সাবরেজিস্ট্রি অফিসের সিদ্ধান্ত এক নয় । অপরদিকে বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিস দীপ্ত
সাবরেজিস্ট্রার’র অঞ্জু দাস ও পেশকার শ্যামলের অজান্তে তাদের নাম ভাঙ্গিয়ে সাবরেজিস্ট্রার’র খাস কামরায় ও এজলাসে ওঠে নিজেকে সাব-রেজিস্ট্রারের নিকটতম ও অত্যন্ত কাছের খাস লোক দাবি করে সাবরেজিস্ট্রি অফিসে আগত জমি ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের অনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উঠেছে । অন্য একটি সূত্র জানিয়েছে,দীপ্ত কোন এক কথিত সাংবাদিকের আত্মীয়ের নাম ভাঙ্গিয়ে সাবরেজিস্ট্রারকে ভয় দেখিয়ে সে ওই সকল অনৈতিক সুবিধা ভোগ করছে । এব্যাপারে বিষয়টি তদন্ত করে দেখা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।
Devoloped By WOOHOSTBD