সারা দেশের মতো কুষ্টিয়া দৌলতপুরে বেসরকারি এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি এবং রাজধানীতে শিক্ষক নেতাদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষক’রা । এই প্রতিবাদ সভা থেকেই শ্রেনি কার্যক্রম ও পরিক্ষা বর্জনের ঘোষণা দেন। এ সময় তারা আরো বলেন আজ থেকে সরকারি আমলা ও পুলিশের সন্তান দেন আমরা পাঠদান করাবো না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার সময় থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ এর শিক্ষকরা শ্রেণি কার্যক্রম বর্জন করে কর্মবিরতিতে অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুরে শিক্ষকরা পাঠদান বন্ধ রাখলে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
দৌলতপুরে গালস কলেজ এর অধ্যক্ষ রেজাউল করিম বলেন, “বহুদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু বারবার আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি। এবার আমরা আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই।”
অধ্যক্ষ রেদওয়ানুর রহমান সূর্যা সরকার, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন, আহাদ আলী নয়ন, সহকারী প্রধান শিক্ষক হারুনর রশীদ বলেন, “রাজধানীতে সহকর্মীদের ওপর পুলিশের হামলা ছিল অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। শিক্ষক সমাজ এ ধরনের আচরণ মেনে নিতে পারে না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্লাস বন্ধ রেখেছি।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকীর মাধ্যমে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারক লিপি প্রদান করেন। ৭
Devoloped By WOOHOSTBD