স্টাফ রিপোর্টার নোয়াখালী।
আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলের দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
চৌমুহনীতে নির্বাচন অফিসে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।
এই সময় জামায়াতে ইসলামী ছাড়াও জোটের শরীক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের মনোনীত নোয়াখালী-৩ ( বেগমগঞ্জ ) আসনের দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন
সাংবাদিকদের প্রশ্নের উত্তর ছাড়াও নির্বাচনের বিভিন্ন কর্মকৌশল নিয়ে তিনি ও জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে এসময় ব্রিফিং করেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ ও সুস্থ হওয়ার জন্য জামায়াতে ইসলামী সবসময় একনিষ্ঠভাবে কাজ করেছে।
জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আগামী নির্বাচনকে অর্থবহ ও জনগণের আকাঙ্ক্ষা হিসেবে দেখছেন।
এসময় সুস্থ নির্বাচন জনগণকে সাথে নিয়ে শেষ করতে বিএনপির আক্রমাত্মক ও হিংসাত্মমূলক কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আহ্বান জানান।
আসনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি
দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে, নির্বাচনী কমিটির সদস্য সচিব ও জামায়াতের বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ এর সঞ্চালনায়,
স্বাগত বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল
বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি সালাউদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন
বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুস শহীদ।
এলডিপির বেগমগঞ্জ আহবায়ক বদিউল আলম মোল্লা।
এনসিপির বেগমগঞ্জ উপজেলার আহবায়ক নুর আলম মুন্নাসহ আরো অনেকেই।
Devoloped By WOOHOSTBD