ত্রয়োদশ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা সভার আয়োজন করা হয় রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৪ জানুয়ারি /২৬) সকালে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির,জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। রিটার্নিং অফিসার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ। মোহাম্মদ আলমগীর হোসেন,নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ও সরকারি রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
এই প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা, দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। নির্বাচন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করবে।
উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে। জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আয়োজনে:
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস,
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
Devoloped By WOOHOSTBD