ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সুনামগঞ্জ এক নির্বাচনী এলকা তাহিরপরের হাওর পারের মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ছুটে চলেছেন সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নজির হোসেন এর সহধর্মিণী এমপি প্রার্থী সালমা নজির।
মঙ্গলবার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সুলেমানপুর বাজার,পাটা বুকা গ্রাম, মানিকখিলা গ্রাম, রাম শিংহপুর, হুকুমপুর গ্রাম,
উক্তিয়ার গাঁও, লামাগাঁও বাজার, রাম জীবনপুর গ্রামে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌছে দেন।
সুনামগঞ্জ এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন,আমি আগামীর রাষ্ট্র নায়ক বাংগালী জাতির গর্বেরধন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দাওয়াত পৌছে দিতে এসেছি। আপনাদের অকৃত্রিম ভালোবাসা আর আন্তরিকতায় আমি অভিভুত তিনি বলেন আমি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আসিনি, এসেছি আপনাদেরই একজন হয়ে, আপনাদের আপনজন হিসেবে। আমি যখন রাম শিংহপুর এবং হুকুমপুর গ্রামে আপনাদের কাছে পৌঁছাই, তখন আমি যা দেখেছি এবং অনুভব করেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি আপনাদের চোখেমুখে দেখেছি কতো আবেগের চাপ, দেখেছি পরিবর্তনের জন্য এক তীব্র আকুতি। যখন আপনারা সবাই একসাথে বলে উঠেছেন, “আমরা আপনাকে চাই”, তখন আমার কাঁধে দায়িত্বের ভার বহুগুণে বেড়ে গেছে। আমার হৃদয় সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যখন আপনারা টাঙ্গুয়ার হাওড়ের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে আপনাদের ভিতরের কষ্টের কথা বলছিলেন—মাছ আর বাঁধ নিয়ে আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা বলেছেন।তখন আমার অতিতের কথা মনে হলো, মনে হলো আপনাদের প্রিয় নেতা সাবেক এমপি প্রয়াত নজির হোসেন এর কথা তিনি সর্বক্ষণ এই টাঙ্গুয়ার হাওরের পাড়ের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন।
আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের এই কষ্ট লাঘবের পথ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের ৩১ দফার মধ্যে । আমি এই রূপরেখার উপস্থাপনের মাধ্যমেই আপনাদের বোঝাতে চেয়েছি যে, এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা।
এই ৩১ দফায় আমাদের হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং এর উপর নির্ভরশীল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা সুস্পষ্টভাবে বলা আছে।
আপনাদের জীবন-জীবিকা: আমাদের কৃষক, জেলে ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষাই এই রূপরেখার অন্যতম প্রধান লক্ষ্য।
আমাদের ভবিষ্যৎ: আপনাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং একটি নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকারই এই ৩১ দফার মূল ভিত্তি।
আমি আপনাদের আপনজন হয়ে থাকতে এসেছি। আপনাদের এই আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আপনাদের সাথে নিয়েই এই ৩১ দফা বাস্তবায়ন করে একটি নতুন ও সমৃদ্ধ হাওরপাড় গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
Devoloped By WOOHOSTBD