দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় আল্লার দর্গা পার্টি অফিসে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথির বক্তব্যের জুয়েল দাবি করেন জাতীয় পার্টি ব্যতীত কোন নির্বাচন হবে না বাংলাদেশে।
দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির, সদস্য সচিব নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, জাতীয় যুব সংহিতর সাধারণ সম্পাদক নূরুন নবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাহাজাদা, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারক হোসেন, চিলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম , অন্যতম নেতা জাহাঙ্গীর আলম সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী।
এ সময় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, জাতীয় পার্টির ব্যতিত বাংলাদেশে কোন নির্বাচন হবে না। এটা কল্পনা করাও পাগলের প্রলাপ বকার মত। যারা জাতীয় পার্টির কে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করছেন তারা একটু জাতীয় পার্টির শাসন আমল দেখে আসবেন। আপনাদের মত দূর্নীতিগ্রস্থ ছিলোনা। জনগনের কিভাবে জীবন মানের উন্নয়ন হয় সেই কাজ করে গেছে জাতীয় পার্টি।আওয়ামীলীগ ও বিএনপি দেশে নতুন কিছু করতে পারেনাই। জাতীয় পার্টির গড়া দেশটাকে লুটপাট করেছেন।
উল্লেখ্য ১৯৮৩ সালে ২৩ শে অক্টোবর পল্লী বন্ধ হোসাইন মোহাম্মদ এরসাদ প্রথম উপজেলা প্রতিষ্ঠা করেন।
Devoloped By WOOHOSTBD