কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
“আমার পুলিশ,আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,উপজেলা নির্বাচন অফিসার উসমান গণি,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ারদার,সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান,উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাসিব,পৌর ছাত্র দলের আহবায়ক দিদারুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম,
কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোফাসসেল সরকার, কটিয়াদী মডেল ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,ছাত্র নেতা ফারদিন খাঁন রাব্বি ও আব্দুল্লাহ আল রোমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এসময় বক্তারা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা জোরদারের পাশাপাশি
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি বিষয়ক গুরুত্বারোপ করে বিশেষ আলোচনা করেন।
Devoloped By WOOHOSTBD