জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব জনাব মাহিন সরকারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদান বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) এনসিপি’র আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেন নির্দেশে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— সূত্র: এনসিপি/বিবৃতি/২০২৫-২০২৬/৪২ নম্বর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে জনাব মাহিন সরকারকে পুনরায় তাঁর স্ব-পদ ও দায়িত্বে বহাল করা হলো।
আদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় জনাব মাহিন সরকার সাংবাদিকদের বলেন—
“আলহামদুলিল্লাহ, আমি আবারও দলের দায়িত্বে ফিরতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সংগঠনের অগ্রযাত্রায় নিজেকে সর্বদা নিবেদিত রাখবো।”
জনাব মাহিন সরকার দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করা এবং জনসাধারণের দাবি-দাওয়া তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
এনসিপি’র একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, মাহিন সরকারের ফিরে আসা দলের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করবে এবং কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
উল্লেখ্য, গত কিছুদিন আগে দলীয় অভ্যন্তরীণ কিছু কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তবে দলীয় স্বার্থ, ঐক্য ও আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব সেই আদেশ প্রত্যাহার করল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃপক্ষ বিশ্বাস করছে, জনাব মাহিন সরকার পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও বেগবান হয়ে জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদী তারা।
Devoloped By WOOHOSTBD