নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ৬৫ টি পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার(২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে মধ্যনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চামরদানী ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিক হতে ৬৫ টি পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন সাভারীপাড়া গ্রামের প্রবোধ তালুকদার ছেলে প্রনয়ন তালুকদার(৩৫)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ এমরান হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD