আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চচট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল কবির দিদার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল বিকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দিদারুল কবির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের শেষ মূহুর্ত পর্যন্ত আমি মাঠে থাকবো তবে সুষ্ঠ পরিবেশ না পেলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব। যদি নির্বাচনে কারচুপি হয় তাহলে ভোট বর্জন করবো। আমার বিশ্বাস এবারের নির্বাচন সুষ্ঠু হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে লাঙ্গল প্রতীকে সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
সীতাকুণ্ড উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রাগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন্নবী, সীতাকুন্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক,সহ-সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ ফসিউল আলম ভূঁইয়া, সহ-সাধারণ মোঃ ফসিউল আলম সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুন্ড
চট্টগ্রাম ।