সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়নের সাগর পাড় থেকে সীতাকুন্ড মডেল থানার পুলিশ মোঃ আবুল বশর (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ।
শুক্রবার (২৯ মার্চ)রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া ইসমাইল সেরাংয়ের বাড়ির আব্দুল রহমানের ছেলে আবুল বশর কে পুলিশ গ্রেফতার করেছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন পিপিএম জানান, উপজেলার কুমিরা আলেকদিয়া সাগর উপকূলের কাছে আবুল বশর নামে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে এসআই মোঃ কায়েমুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে রাত দুইটার দিকে আলেকদিয়া সাগর পাড়, কঁচা পাকা রোডস্থ সাহেদ এর দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।আবুল বশরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।