মেহেরপুরে জেলা পর্যায়ে সাংস্কৃৃতিক উৎসব ২০২৪ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল
সোমবার (২০ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।
জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুুব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু প্রমুখ।
উদ্বোধনী দিনে মুজিবনগর উপজেলা দল, গাংনী উপজেলা দল, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজ দল ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মো: শামীম হাসান বলেন- আমরা যে সাংস্কৃতিক উৎসব করছি, এটা আমাদের স্বাধীনতারই অংশ। আমাদের দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে। আমাদের গর্ব আমাদের বাঙ্গালী সংস্কৃতি। প্রান্তিক পর্যায়ে লুকিয়ে থাকা সংস্কৃতিকে তুলে আনতে হবে আমাদেরই।
Devoloped By WOOHOSTBD