মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন ভূইয়া(৪৩) মামলার সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১ টার সময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।
মধ্যনগর থানা প্রশাসন সুত্রে জানাযায়, গত ১২ ও ১৪ সেপ্টেম্বর পরপর দুইদিন হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য থাকায় তিনি ১১ সেপ্টেম্বর বিকেলে থানা থেকে ছুটি নিয়ে হবিগঞ্জে যান।পরদিন ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে তাহার হৃদরোগ এর উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় যান।১৩ সেপ্টেম্বর সকালে তাহার স্ত্রী সহ ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গেলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।তৎক্ষনাৎ তাহার স্ত্রী ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এসআই মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এমরান হোসেন জানান, ইসমাইল হোসেন অত্যন্ত মেধাবী পুলিশ কর্মকর্তা ছিলেন।তিনি ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন।তার অকাল মৃত্যুতে আমরা থানা পরিবার গভীর শোকাহত। আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক।
Devoloped By WOOHOSTBD