ডাঃ কামরুল ইসলাম মনার বিভিন্ন সামাজিক কার্যক্রম সত্যি প্রশংসনীয়। তিনি ভেড়ামারা বাসীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের সহায়তায় অডিটোরিয়াম এ দীর্ঘদিন ধরে বিনামূল্যে ইয়োগা, লাইফ স্টাইল পরিবর্তন এবং খাদ্যভাস এর উপর নিরলসভাবে ক্লাস নিয়ে চলেছেন। অসহায় গরীব দুঃখী মানুষের পাশে সর্বদা সহায়তার হাত প্রসারিত করে থাকেন, শুধু তাই নয় করোনাকালীন তার প্রতিবন্ধী সন্তানের জন্য গচ্ছিত টাকাও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতেও দেখেছি, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিতেও দেখেছি, সবার বিপদে যে নিঃস্বার্থ ভাবে সবার পাশে ছুটে যায়, অনেক এতিম ছাত্র ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব পালন করেন, কারো কাছে হাত না পেতে সর্বদা দানের হাত প্রসারিত করেন, বিনামূল্যে দেশব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্কুল কলেজে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে বহুমুখী পদক্ষেপ, বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের নিজ তহবিল থেকে প্রতিষেধক খাওয়ানো, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সেবামূলক কার্যক্রমে জড়িত, হোমিওপ্যাথিক চিকিৎসকদের মৌলিক অধিকার আদায়ের অবিরত চেষ্টা সত্যি প্রশংসার দাবি রেখে চলেছেন।
দোষগুণ মিলেই মানুষ। ভুল হলে তাকে অবহিত করুন সে সুধরে নিবে এটা আমাদের বিশ্বাস। তার ভালো কাজের প্রশংসা না করতে পারেন কিন্তু তার ভালো কাজের পথে কাটা না হয়, মিথ্যা অপপ্রচার না করি সবার কাছে এটাই মোর আমাদের প্রার্থনা।
Devoloped By WOOHOSTBD