কুষ্টিয়ার ভেড়ামারায় ফার্স্টএইড এন্ড টেকনোলজি লিমিটেড এর শাখা উদ্বোধন করা হয়।ফার্স্টএইড এন্ড টেকনোলজি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ আব্দুল্লাহ আল মামুন (প্রধান কার্যালয়: টুটপাড়া কবরখানার মোড় খুলনা সদর খুলনা) এর সাক্ষরিত পত্রে ডা.মোঃ কামরুল ইসলাম মনা কে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা ব্রাঞ্চ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।
ফার্স্টএইড এন্ড টেকনোলজি লিমিটেড ভেড়ামারা উপজেলা ব্রাঞ্চ ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, এলাকাবাসীর বেকারত্ব দূরীকরণে এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। দরিদ্র মুক্ত ভেড়ামারা আমার স্বপ্ন,,,।
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে আমরা কারিগরি শিক্ষা নিবো, অর্থ -সম্মান দুই-ই পাবো। প্রশিক্ষণ নিবো একবার বেকারত্ব নিয়ে চিন্তা হবে না বারবার।
এখানে পল্লী চিকিৎসকসহ ১ বছর, ২ বছর এবং ৩ বছর মেয়াদী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এর সুবিধা রয়েছে। প্রশিক্ষণ নিবেন একবার ইনকাম হবে বারবার”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত
এফ.টি.এল এর অধিনে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
Devoloped By WOOHOSTBD