ভেড়ামারা ক্লাসিক বয়েজ স্পোর্টস এর ১০ বছর পূর্তি উপলক্ষে ডমেস্টিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনাড়ম্বর পূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জিতু ইলেভেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করে।
ভেড়ামারা সিবিএস হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় জীবন ইলেভেন বনাম জিতু ইলেভেন অংশ নিয়েছিল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন ভেড়ামারা পৌরসভার ৪,৫ এবং ৬ নং ওয়ার্ড’র এর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রোজি হাসান, মোল্লা মালিথাপাড়া সমাজ’র সভাপতি এন এম আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা, মোহাম্মদ মতিয়ার রহমান মতি, ভেড়ামারা বাইক পয়েন্ট’র প্রোপাইটার মোঃ মোস্তাফিজুর রহমান।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন : সিবিএস ক্লাবের সভাপতি আই কে তামিম। সার্বিক পরিচালনায় ছিলেন, সাকিব, মাহফুজ, শান্ত, জুলফিকার ইসলাম শাওন, শাহ আল কামরান, সাইমুন হাসান শুভ প্রমূখ। টুনামেন্ট’র সেরা খেলোয়ার নির্বাচিত হয় জীবন আহমেদ এবং বেস্ট বোলার নির্বাচিত হয় রিজিক ।
Devoloped By WOOHOSTBD