কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কলেজ পাড়া একটি গ্যারেজে রক্ষিত রাখা ভ্যান চুরি হয়েছে। গ্যারেজ মালিক মোঃ হাসানের দায়িত্ব হীনতার কারনে পাখি ভ্যান টি চুরি হয়েছে বলে জানা গেছে। এই মর্মে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পত্র টি নিম্নে হুবহু বর্নীত হলো ।বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রিদয় আল হাসান (২৩), জাতীয় পরিচয় পত্র নং-২৪২৩৬০৬৩৭১, পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-কামালপুর, পিয়ারপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া একজন পাখিভ্যান চালক। আমি অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ হাসান (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-কলেজপাড়া (পৌর ০৬নং ওয়ার্ড), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার
বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, ইং-১৬/০৯/২০২৩ তারিখ সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার সময় আমার চালিত পাখিভ্যানটি প্রতিদিনের ন্যায় ভেড়ামারা থানাধীন কলেজবাজারস্থ বিবাদী হাসান এর গ্যারেজে চার্জে দিয়ে এবং গ্যারেজ মালিক হাসানকে অবগত করে কলেজবাজারে কচু বিক্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। একই তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় কচু বিক্রয় শেষে হাসানের গ্যারেজে এসে নির্দিষ্ট স্থানে রক্ষিত আমার পাখিভ্যানটি খুঁজে না পেয়ে বিবাদী হাসানের নিকট ভ্যানটির সন্ধ্যান জানতে চাইলে, আমার ব্যাটারি চালিত লাল/সবুজ রংয়ের পাখিভ্যানটি যার মুল্য অনুমান ৫২,০০০/=(বায়ান্না হাজার) টাকা ঘটনাস্থল থেকে চুরি হয়ে গেছে বিবাদী হাসান এই মর্মে আমাকে অবগত করে। সাক্ষী-০১। মোঃ শিপন (৪৮), পিতা-মৃত কেয়ামত মালিথা, সাং-কামালপুর, ০২। মোঃ বাবলু (৪০), পিতা-মোঃ আসমত মৃধা, সাং-গাবতলা, উভয় ইউনিয়ন-পিয়ারপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় সহ অনেকেই ঘটনার বিষয়ে অবগত রয়েছে। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো।
অতএব, উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের একান্ত মর্জি হয়।
Devoloped By WOOHOSTBD