সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের পাশে পুলিশের বিশেষ অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ইনচার্জ শ্যামল চন্দ বনিক এর নির্দেশনায় ১০ এপ্রিল রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় এসআই(নিঃ) মতিয়ার, এসআই শংকর দাশ ও এএসআই তাজউদ্দীন আহমদ সহ সংগীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন সময় দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের গেইট সংলগ্ন একটি ছোট ঘরে অভিযান পরিচালনা করে আসামী রাজিব খান(৪০)কে গ্রেফতার করে। তৎক্ষনাৎ তার নিকট হতে ১৫০(একশত পঞ্চাশ) ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১০০০০/=(দশ হাজার) উদ্ধার ও জব্দ করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম রাজিব খান (৪০) পিতা-মৃত আব্দুর রশিদ খান গ্রাম-চানপুর থানা-বিশ্বম্ভরপুর জেলা-সুনামগঞ্জ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র বনিক জানান, আসামি রাজিব খান একজন পেশাদার মাদক বিক্রেতা। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আমার থানার একটি চৌকস টিম অনেক দিন তাকে নজরে রেখে আজ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
Devoloped By WOOHOSTBD