নড়াইলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান।
নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত ছয় জন পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার
(১৮ এপ্রিল) পদোন্নতি প্রাপ্তরা হলেন ১। নায়েক/৯৪ মোঃ কবির হোসেন ২। নায়েক/৩৬ মোঃ নাজমুল হক ৩। নায়েক/৯১ মোঃ রুহুল আমিন ৪। নায়েক/১৯ মোঃ ফরহাদ আলী ৫। নায়েক/৩৯ জোবায়ের হোসেন ৬। নায়েক/৪৩ সুমন কুমার সকলেই এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। পুলিশ সুপার মহোদয় প্রথমেই পদোন্নতিপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সকলকেই পদোন্নতিপ্রাপ্ত নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD