গতকাল শনিবার (০৮ জুন ) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী জেলা বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ, নোয়াখালী মহোদয়ের সম্মেলন কক্ষে ” স্মার্ট জুডিসিয়ারী, স্মার্ট বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়কে নিয়ে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা ও দায়রা জর্জ মোঃ ফজলে এলাহী ভূঁইয়া।
এছাড়া উক্ত সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম,পিপিএম, নোয়াখালীর সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, , নোয়াখালীর বিজ্ঞ বিচারক (জেলা জজ) নাঃশি নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মোহাম্মদ আব্দুর রহিম, নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনজুর কাদের, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, নোয়াখালীর বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তাগণ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, নোয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সকল থানার ভারপ্রাপ্ত অফিসার
Devoloped By WOOHOSTBD