নড়াইল থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন গ্রেফতার।
সকালে তিনটি মাদক মামলায় যথাক্রমে দুইবছর, একবছর ও একবছর ৬ মাস করে মোট চার বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রুবেল সরদারকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল সরদার নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ওহাব সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রকিব হোসেন ও এএসআই (নিঃ) মাগফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। ধৃত আসামি মোঃ রুবেল সরদারের নামে নড়াইল সদর থানায় আরো তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১৯ এপ্রিল) অপরদিকে একটি অভিযানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান মনির নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি মনিরুজ্জামান মনির নড়াইল সদর থানার কোমখালি গ্রামের মোতাহের মোল্লার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Devoloped By WOOHOSTBD