• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সংখ্যালঘু বলতে কিছু থাকবে না’-কামরুজ্জামান কামরুল   সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি নিহত চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নড়াইলে পুলিশের গাড়ী, বক্স ভাংচুর অগ্নিসংযোগে মামলা, আসামি ৬০০ মোহাম্মদীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপিত দৌলতপুর কলেজ অধ্যক্ষ সুমনের  অপসারণ দাবীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার শুভ উদ্বোধন সীতাকুন্ড  প্রেস ক্লাবের  নব নির্বাচিত কমিটি   কে জাতীয় মানবাধিকার সংস্থা সাকসেসের অভিনন্দন  আমদানি রপ্তানি শুরু হয়েছে ছয়দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফেসবুকে প্রেম বাবার বাড়ী ছেড়ে প্রেমিকের কাছে এলেন মারিয়া, ফিরলেন লাশ হয়ে প্রেমিক পালাতক।

নড়াইলের কালিয়া উপজেলায় খান শামীম রহমান চেয়ারম্যান নির্বাচিত

Muntu Rahman / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান (ওছি খা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। খান শামীম রহমান চিংড়ি মাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৪৬৩ ভোট। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৪২ ভোট। এছাড়া সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ মোটর সাইকেল প্রতীকে ১১হাজার ৪৭৫ ভোট, মোঃ মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতীকে ১০হাজার ৪০৭ ভোট ও এসএম হারুনার রশীদ আনারস প্রতীকে পেয়েছেন ৭হাজার ৪৬০ ভোট।
কালিয়া উপজেলায় ৮২টি কেন্দ্রে ভোটকেন্দ্রের আওতায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৯ হাজার ১১৬জন ভোটার। বাতিল হয়েছে ২হাজার ৫৪৯। ভোট পড়েশে শতকরা ৪০ দশমিক ১৬ শতাংশ। চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। এছাড়া ইব্রাহিম শেখ ১৬ হাজার ৯০ ভোট, আশীষ ভট্টাচার্য্য ১৩ হাজার ৭৩৭ ভোট ও আশরাফুল ইসলাম ৯ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিউটি আক্তার হাস প্রতীকে ১৯ হাজার ৩৫৬ ভোট ও সোহেলী পারভীন কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট।
রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দীন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
অপরদিকে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার
বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কালিয়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এসব ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স ডিউটিতে নিয়োজিত রয়েছে। পাশাপাশি র‌্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে বিজিবি দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফলাফল ঘোষণার পরবর্তী দু’দিন মোবাইল টিম ও স্টাইকিং টিমগুলো মাঠে থাকবে।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; জুলিয়া সুকায়ানা, উপ পরিচালক, স্থানীয় সরকার; প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া; খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা; মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা; সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD