ঈদের আর কিছুদিন বাকি। এর মধ্যেই কেনাকাটায় ধুম পড়েছে ফুটপাতের দোকানগুলোতে। দাম কমের আশায় ও নিজস্ব বাজেটের মধ্যেই সখের জামা পরিবারকে কিনে দিতেই যেন এতো ব্যস্ততা।
গতকাল শুক্রবার ( ৫ এপ্রিল) সরেজমিনে নওগাঁ ব্রিজ মোড়,কাপড়পট্টি,চুড়িপট্টি সহ বেশ কিছু ফুটপাতে দেখা যায় নানা রকম মানুষের ভীড়। বিপনি বিতানের চেয়ে কিছুটা সাধ্যের মধ্যে হওয়ায় ফুটপাতের পণ্যেকেই বেছে নিয়েছেন অনেকেই। মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও মেতে উঠেছে ফুটপাতের বাজারে ঈদের কেনাকাটায় ।
পার নওগাঁ এলাকার মাহবুব ( ৪৮) বলেন, এবারে ঈদের বাজেট খুবই কম,সবাইকে কেনাকাটা করে দিতে হচ্ছে তাই ফুটপাত থেকে কিনেছি ঈদের জামাকাপড় কারন এখানে তুলনামূলকভাবে দাম কিছুটা কম আছে। ফুটপাত থাকার কারনে আমাদের মতো গরীব মানুষের খুবই উপকার হয়েছে।
মুরাদপুর এলাকার গৃহবধূ সালেহা ( ৩৫) জানান,আমার ছোট্ট একটি মেয়ে আছে তার জন্য এখান থেকে কিছু কেনাকাটা করলাম, দেখলাম দাম কম-ই আছে। আমি আরো বাজার ঘুরে দেখেছি সেখানে অনেক দাম যা আমার পক্ষে কেনা সম্ভব না। ফুটপাত থেকে আরো কিছু কেনাকাটা করে বাসায় ফিরবো।
স্থানীয় বাসিন্দা আজম বলেন, আমি ছোটখাটো একটা চাকরি করি,কোনোমতে পরিবার নিয়ে চলছি। আমি যেহেতু পরিবারের বড় ছেলে তাই আমার উপর অনেক দায়িত্ব আর সে দায়িত্ব থেকেই সাধ্যের মধ্যে চেষ্টা করছি পরিবারকে খুশি রাখতে। এখানে দাম কম পাচ্ছি তাই অনেক কেনাকাটা করলাম যা অন্য যায়গায় গেলে আরো বেশি দাম দিয়ে কিনতে হতো।
ফুতপাতের দোকানীর সাথে কথা হলে জানান, আমরা ঈদের জন্য ঢাকা থেকে পণ্য নিয়ে আসি এবং নওগাঁ এসে বিক্রি করি। আমাদের কাছে মোটামুটি সব শ্রেনীর লোকজন-ই আসে তাদের চাহিদামত জামাকাপড় কিনে নিয়ে যাচ্ছে কারন তুলনামূলকভাবে অনেক কম দামের সকল পোশাকই রয়েছে।
Devoloped By WOOHOSTBD