নাজমুল হক , নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর মান্দায় একটা বাগান থেকে আরিফ হোসেন (২০) এবং জনি আক্তার (১৭) নামে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
আরিফ হোসেন তুলসি রামপুর গ্রামের আব্দুল করিম (পোঁকা) র ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। এলাকাবাসী সুত্রে জানা যায় তারা একে অপরকে ভালবাসতো আর এ বিষয় নিয়ে দন্দের জেরেই এ ঘটানা তারা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, লাশ দুটি উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা গ্যাস ট্যাবলেট এবং পানির বোতল পাওয়া গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Devoloped By WOOHOSTBD