দৌলতপুর প্রতিনিধি- গত ৬ই অক্টোবর রোজ শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় মোঃ খেজের ফকির( ৬০) পিতা মৃত সুরত আলী নামে এক ব্যক্তি কে তার নিজ বসত বাড়ির পেছনে মাঠের ভিতরে মাথা থেঁতলে হত্যা করে করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রেফায়েত পুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে ঘটছে। ৭ই অক্টোবর রোজ শনিবার সকালে মাঠে মরিচ ক্ষেতে যাওয়ার সময় দুই কিশোর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী কে জানাই স্থানীয় লোকজন তাৎক্ষণিক দৌলতপুর থানা পুলিশ কে খবর দিলে, উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন । দৌলতপুর থানা তদন্ত অফিসার মোঃ ঘটনাস্থল থেকে তদন্তের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান আমরা শনিবার সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় খবর পেয়ে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের আশেপাশে পড়ে থাকা বিভিন্ন আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ টি মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Devoloped By WOOHOSTBD