আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কামালপুর বাজারে গত শুক্রবা রাতে মেম্বার আব্দুস সালামের মুদি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসী ও কামলপুর বাজারের অন্যান্য দোকদার রা বলেন, প্রায় তিন চার বছর কামাল বাজার ও গ্রামে কোন ধরনের চুরি হয়নাই। ইদানীং দেখছি বাজার সহ বিভিন্ন জায়গাতে চুরি হচ্ছে। আর বাজারে যদি এভাবে চুরি হয় তাহলে তো বাজার নষ্ট হয়ে যাবে। সারাদিন ব্যবসা বানিজ্য করে বাড়িতে গিয়ে যদি একটু নিরাপদে ঘুমাইতে না পারি তাহলে এই ব্যবসা করে লাভ কি। তাই আমাদের প্রশাসনের কাছে জোর দাবি যত তাড়াতাড়ি পারা যায় চোর সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য।
এ বিষয়ে আব্দুস সালাম বলেন, শুক্রবার কামালপুর বাজারে হাটবার। হাটবার হওয়াতে ঐ দিন দোকানে বেচা কেনা ভালো হয়। আমার কেশ বক্সে প্রায় ৬০ হাজারের অধিক টাকা ছিল। রাত অনুমানিক ৯ টার সময় দোকান বন্ধো করে বাড়িতে যায়। পরের দিন সকালে আমার পিতা এসে দোকান খুলে দেখতে পাই কেশ বক্স খোলা ও উল্লেখ্য যোগ্য অনেক মালামাল নাই। আমাকে ফোনে জানান আমি এসে দেখি কেশ বক্সে থাকা প্রায় ৬০ হাজারের অধিক টাকা ও উল্লেখ্য যোগ্য অনেক মালামাল নাই।
চোর প্রথমে দোকানের টিন কেটে দোকানের ভিতরে প্রবেশ করে উপর থেকে সি সি ক্যামের লাইন কেটে দিয়ে নিচে নেমে সব চুরি করেছে। আমি এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। চুরির ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD